thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘৬ বীমা কোম্পানির ৪৭ কোটি টাকা ভ্যাট বকেয়া’

২০১৩ নভেম্বর ২০ ১৮:৫৩:১০
‘৬ বীমা কোম্পানির ৪৭ কোটি টাকা ভ্যাট বকেয়া’

দ্যরিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশনসহ ৬ বীমা কোম্পানির ৪৭ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৬৪৪ টাকা ভ্যাট বকেয়া রয়েছে। বাকি পাঁচ কোম্পানি হলো- প্রগতি ইনস্যুরেন্স কোম্পানি, রূপালী ইনস্যুরেন্স, পাইয়োনিয়ার ইনস্যুরেন্স, রিলায়েন্স ইনস্যুরেন্স ও ফনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

নবম জাতীয় সংসদ অধিবেশনে বুধবার বিরোধী দলের সংরক্ষিত সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান চৌধুরীর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত তথ্যানুযায়ী প্রচলিত ধারার ব্যাংকিংখাতে অতিরিক্ত রিজার্ভের পরিমাণ ৫৪০ কোটি টাকা। ইসলামী ব্যাংকিং খাতে এ রিজার্ভের পরিমাণ ৮১৯ কোটি টাকা। নতুন অনুমোদিত নয়টি ব্যাংকের রিজার্ভও এতে অন্তর্ভুক্ত।’

রিজার্ভের পুরো টাকা ‘অলস’ নয় দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘আপাতদৃষ্টিতে অতিরিক্ত রিজার্ভের টাকাকে অলস মনে হলেও এর পুরোটা অলস নয়। দৈনন্দিন কার্য নির্বাহ ও আকস্মান প্রয়োজন মেটানোর জন্য ব্যাংকগুলোর কিছু পরিমাণ টাকা অতিরিক্ত রিজার্ভ হিসেবে সংরক্ষণ করতে হয়। সে হিসেবে প্রকৃত অলস টাকার পরিমাণ অতিরিক্ত রিজার্ভের চাইতে বেশ কম।’

তবে ইসলামী ব্যাংকিংখাতে অতিরিক্ত রিজার্ভের পরিমাণ বেশি বলেও জানান অর্থমন্ত্রী।

মহিলা সদস্য পিলু খানের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে জনবল নিয়োগ সংক্রান্ত কোনো কাজ সরকার কর্তৃক সম্পাদন হয় না। আগে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে শুধু সরকারি ব্যাংকগুলোতে সরাসরি নিয়োগের কাজ একযোগে সম্পাদন হতো। ২০০৯ সাল থেকে এ কাজটি স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত করা হয়।’

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের উত্তরে চলতি অর্থবছরে টিআইএনধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ লাখ ৪৮ হাজার ২১৯ বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘২০১২-১৩ অর্থবছরে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার টাকা।’

হলমার্ক কেলেঙ্কারির পর সোনালী ব্যাংক থেকে প্রতিষ্ঠানটিকে আর কোনো ঋণ দেওয়া হয়নি বলেও সংসদে জানান তিনি।

(দ্যরিপোর্ট/আরএইচ/এইচআর/এনডিএস/নভেম্বর ২০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর