thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

গলফ বিশ্বকাপ শুরু বৃহস্পতিবার

২০১৩ নভেম্বর ২০ ১৯:১১:১৮
গলফ বিশ্বকাপ শুরু বৃহস্পতিবার

দিরিপোর্ট প্রতিবেদক : রাস্তাঘাট কিংবা বাড়ির ছাদে কোনও পতাকা উড়ছে না। চায়ের টেবিলেও নেই কোনো বাগ্বিতণ্ডা। হবেই বা কেন। খেলাটা তো আর ক্রিকেট কিংবা ফুটবল নয়! খেলাটা যে গলফ। ৯০ শতাংশ বাংলাদেশির কাছে অপরিচিত এই খেলার মহাযজ্ঞ বৃহস্পতিবার থেকে (২১-২৪ নভেম্বর) শুরু হলেও নেই কোনো উচ্চবাচ্য, সমর্থকদের গলা ফাটানো আওয়াজ ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে-কোনও বিজয় এ দেশের ক্রিকেটপ্রেমীদের একই সুতায় বেঁধে ফেলে। ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের রাস্তাঘাট কিংবা বাড়ির ছাদে সগৌরবে উড়তে দেখা যায় আর্জেন্টিনা, ব্রাজিল ও ইতালির পতাকা। শুধু ব্যতিক্রম গলফের ক্ষেত্রে। উচ্চবিত্তের এ খেলাটি যে এখনও অপরিচিতই রয়ে গেছে দেশের কোটি ক্রীড়াপ্রেমীর কাছে। যেটুকুই বা চিনল তা-ও দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের কীর্তিতে!

২০১০ সালে ব্রুনাই ওপেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক গলফ অঙ্গনে নিজেকে জানান দেন বাংলাদেশের টাইগার উডস। সর্বশেষ ২০১৩ সালের ১০ নভেম্বর জয় করেন দিল্লি। এর পরই গলফ বিশ্বকাপে অংশ নিতে উড়াল দেন সুদূর অস্ট্রেলিয়ার উদ্দেশে।রয়্যাল মেলবোর্ন হাউসে শুরু হওয়া গলফ বিশ্বকাপে অংশ নেবেন দেশসেরা এই গলফার।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর