thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পুলিশের চরিত্রে সোহা আলী খান

২০১৩ নভেম্বর ২০ ১৯:২৮:৪২
পুলিশের চরিত্রে সোহা আলী খান

দি রিপোর্টডেস্ক : সামির তিওয়ারি পরিচালিত ‘মিস্টার জো বি কারভালহো’ চলচ্চিত্রে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সোহা আলী খান।

খাকি পোশাকে ভিলেনদের শায়েস্তা করার এই চরিত্রটি পেয়ে বেশ খুশি সোহা আলী খান। চলচ্চিত্রটিতে সোহার প্রথম দৃশ্য শুরু হলে দর্শকরা তাকে দেখতে পাবেন-তিনি জিপ গাড়ি দিয়ে আসছেন। তারপর ২০জন শক্তিশালী লোককে মারবেন।

চলচ্চিত্রটি নিয়ে সোহা বলেন, ‘এই চলচ্চিত্রে আমাকে সাধারণ পোশাকে দেখা যাবে না। আমি এই ধরনের চরিত্র পেয়ে খুব খুশি। এতদিনে অন্যরকম একটি চরিত্র পেলাম।’

সোহা আলী খান ছাড়াও ‘মিস্টার জো বি কারভালহো’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, শক্তি কাপুর, জাভেদ জাফরি প্রমুখ।

পুলিশ অফিসার চরিত্রে সোহাকে দেখতে হলে দর্শকদের ৩ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর