thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

৪৮৯ কোটি ৩৭ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

২০১৩ নভেম্বর ২০ ১৯:৪৬:২৮
৪৮৯ কোটি ৩৭ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

নিজাম উদ্দিন দিপু, দিরিপোর্ট : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের অক্টোবর পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে ৪৮৯ কোটি ৩৭ লাখ ৭ হাজার ৪৮৪ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, আটক অন্তর্মুখী চোরাচালানের মূল্য ৪৪৫ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ৩৭৩ টাকা। বহির্মুখী চোরাচালানের মূল্য ৪৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ১১১ টাকা।

উদ্ধার মাদকের মধ্যে রয়েছে- ৪ লাখ ৬৭ হাজার ৭৫৯ বোতল ফেনসিডিল, ৫ লাখ ১৮ হাজার ৪০১ পিচ ইয়াবা, ১ লাখ ৪৫ হাজার ৮৩৭ বোতল বিদেশী মদ, ৫ হাজার ৭২১ লিটার দেশী মদ, ১০ হাজার ৯৮২ বোতল বিয়ার, ৪ হাজার ৩৮৫ কেজি গাঁজা, ৩৪ কেজি ৭৬৮ গ্রাম হেরোইন এবং ৪১ হাজার ৯১৪টি নেশাজাতীয় ইনজেকশন।

এসব চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় ২২ হাজার ১৩টি মামলা হয়েছে।

এ ছাড়া গত ১০ মাসে সীমান্তে অবৈধভাবে পাচারের সময় বিজিবি ৬২০ জন নারী ও ১৫১ জন শিশু উদ্ধার করা হয়। এ সময় ১৫ জন পাচারকারীকে আটক করা হয়। মামলা হয়েছে ৩৮২টি।

(দিরিপোর্ট/ডি/এসবি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর