thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

জয় দিয়ে শুরু করতে চায় আবাহনী

২০১৩ নভেম্বর ২০ ১৯:৪৯:৩৪
জয় দিয়ে শুরু করতে চায় আবাহনী

দিরিপোর্ট প্রতিবেদক : ওয়ালটন ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। বৃহস্পতিবার ঢাকা আবাহনী-রহমতগঞ্জ এমএফএসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে প্রতিযোগিতার।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পৌনে চারটায় শুরু হবে টুর্নামেন্ট ।প্রথম ম্যাচে জয় দিয়ে সূচনা করতে চায় ৪ বাবের পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনী।

প্রতিদিন গ্রুপ পর্বের দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ১২টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপ থেকে জয় পেয়ে ২টি দল খেলবে কোয়ার্টার ফাইনালে।

প্রতিপক্ষ রহমতগঞ্জকে খাটো করে দেখছে না ঢাকা আবাহনী। দলের ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেছেন, ‘ফেডারেশন কাপের প্রথম ম্যাচটিতে আমরা জয়ের বিকল্প কিছু ভাবছিনা। এই ম্যাচে জয় দিয়ে গ্রুপ পর্বে শুভ সূচনা করতে চাই আমরা।’

২৫ সেপ্টেম্বর পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড। এদিকে রহমতগঞ্জ এমএফএসের কোচ কামাল বাবু বলেছেন,‘ নিঃসন্দেহে ঢাকা আবাহনী শক্তিধর প্রতিপক্ষ। গত ফেডারেশন কাপে আমরা গ্রুপ পর্ব পার হতে পারিনি। এবার আমাদের লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চাই আমরা।’

পরের ম্যাচে সন্ধ্যা ৬ টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও। দলের কোচ জোসেফ আফুসি বলেছেন, ‘এই মৌসুমের সকল শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই জিততে চাই ।’

উত্তর বারিধারা ক্লাবের ম্যানেজার মাহবুবুল আলম মানিক বলেছেন, ‘শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার কাগজে কলমে সেরা দল। তাদের মতো অতোটা শক্তিধর দল নয় আমাদের। তবে জয়ের ব্যাপারে ছেলেরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া।’

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর