thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ফেসবুকে খারাপ মন্তব্য করায় আত্মহত্যা

২০১৩ নভেম্বর ২০ ১৯:৫১:২৯
ফেসবুকে খারাপ মন্তব্য করায় আত্মহত্যা

দিরিপোর্ট ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্টে খারাপ মন্তব্য করার পর এ নিয়ে পুলিশকে জানানো হলেও তারা ব্যবস্থা না নেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে। ভারতের মুম্বাইয়ে মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মুম্বাইয়ের অদূরে কান্দিভলিতে ক্লাস ৯ পড়ুয়া ওই কিশোরীর ফেসবুক অ্যাকাউন্টে কয়েকদিন আগে কিছু অশ্লীল বার্তা পোস্ট করে ১৬ বছর বয়সী এক ছেলে। এ ব্যাপারে তার বাবা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করলে তা আমলে নেয়নি পুলিশ।

এ ঘটনার পর গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরী নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের বাবা জানান, হয়ত ওই ছেলেটি গতকালও আমার মেয়েকে কিছু খারাপ পোস্ট করেছিল। এ কারণেই সে আত্মহত্যা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের ফেসবুক অ্যাকাউন্ট চেক করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের বাবার অভিযোগ আমলে নিয়ে পুলিশের গাফিলতির বিষয়টিও তদন্ত করা হবে বলে পুলিশের এক্ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।

(দিরিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর