thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

সিংহ শাবকদের জন্য ভালোবাসা

২০১৩ অক্টোবর ১১ ১৭:৩১:৩৬ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সিংহ শাবকদের জন্য ভালোবাসা
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের গির অভয়ারণ্যে সিংহ শাবকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। পরিসংখ্যান বলছে গত এক বছরে এই অভয়ারণ্যে সিংহ শাবকের সংখ্যা বেড়েছে ১০০টি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও মজার তথ্য। তা হচ্ছে-সিংহ শাবকের এই বৃদ্ধির অন্যতম কারণ বনকর্মী ও স্থানীয়দের ভালোবাসা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক বছর আগেও এখানে জন্মের পর খুব অল্প বয়সে মারা যেত সিংহ শাবকেরা। কিন্তু বর্তমানে এদের আয়ু বেড়েছে।

এলাকার বন বিভাগ বিষয়টিকে নিজেদের সাফল্য হিসেবে দেখছে। এ কাজে তারা বনের পাশে বাস করা বাসিন্দাদের সহযোগিতাকে স্বীকৃতি দিয়েছে। বন বিভাগ সূত্র জানায়, অভয়ারণ্যের পাশে বসবাসকারীদের সচেতনতা ও ভালোবাসা সিংহ শাবকদের নিরাপদ-নির্বিঘ্ন বেড়ে উঠতে সহযোগিতা করছে। অসুস্থ সিংহ শাবক দেখলে স্থানীয় লোকজন বনকর্মীদের খবর দেন। বনকর্মীরা তখন অসুস্থ শাবকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এর জন্যই মৃত্যু হার কমেছে।

বর্তমান বিশ্বে বন্য এশিয়াটিক সিংহের একমাত্র অভয়ারণ্য গুজরাটের গির। এখানে প্রতিবছর ৮০ থেকে ৮৫টি সিংহ শাবক জন্মে।গবেষণায় জানা যায়, জন্মের তৃতীয় বছরে গিয়ে এই শাবকদের মাত্র ৫৬ শতাংশ বেঁচে থাকে।

২০১০ সালের শুমারি অনুযায়ী অভয়ারণ্যে ৪১১টি সিংহ ছিল। এর মধ্যে পুরুষ সিংহ ৯৭ ও মেয়ে সিংহ (সিংহী) ১৬২টি এবং শাবক ছিল ১৫২টি। ২০০৫ সালে পরিণত বয়সের সিংহ ছিল ৪৮ শতাংশ, ২০১০ এ তা বেড়ে দাঁড়ায় ৬২ শতাংশ।

গুজরাটের প্রধান বন সংরক্ষক সিএন পান্ডে এ প্রসঙ্গে বলেছেন, আশপাশের গ্রামের মানুষজন ও বন বিভাগকর্মীদের ইতিবাচক মনোভাবের ফলেই এই সংখ্যা বেড়েছে।

(দিরপোর্ট২৪/ওএস/এইচএস/এইচএসএম/অক্টোবর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর