thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

গল্পটা দেখি : অমিতাভ রেজা

২০১৩ নভেম্বর ২০ ২১:২৫:২৭
গল্পটা দেখি : অমিতাভ রেজা

দিরিপোর্ট প্রতিবেদক : ‘আমি আসলে গল্পটা দেখি। ব্র্যান্ডটা বোঝার চেষ্টা করি। পণ্য আমার কাছে গুরুত্বপূর্ণ না।’

অমিতাভ রেজা সম্প্রতি তার নির্মিত দৈনিক প্রথম আলোর বিজ্ঞাপন প্রসঙ্গে এ কথা বলেছেন দিরিপোর্টের সঙ্গে এক আলাপে।

এ বিজ্ঞাপনে মূল বক্তব্য হিসেবে ব্যবহার হয়েছে ‘যতদিন তোমাদের হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলদেশ’ কথাটি।

অন্য যেকোনো পণ্য ও সংবাদপত্র - এই দুইয়ের বিজ্ঞাপনে কোনো তফাৎ নেই বলে মনে করেন অমিতাভ রেজা।

এর আগেও অমিতাভ দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপন নির্মাণ করেছেন। তার নির্মিত বিজ্ঞাপনের মধ্যে আছে দৈনিক সমকাল ও দৈনিক প্রথম আলোর ‘বদলে যাও, বদলে দাও’ – সিরিজ।

অমিতাভ এ প্রসঙ্গে বলেন, ‘আমি কোনো দৈনিক পত্রিকা বা কোনো মিডিয়াকে ভিন্ন কিছু হিসেবে দেখিনা। অন্য যেকোনো পণ্যের মত এ বিজ্ঞাপনটি আমি নির্মাণ করেছি।’

বিজ্ঞাপনের আইডিয়া ও স্ক্রিপ্ট প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘এটি বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডর্ভেটাইজিং করেছে। আমার ভালো লেগেছে বিজ্ঞাপনটি নির্মাণ করে।’

(দিরিপোর্ট/এইচএস/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর