thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রংপুরে ৩টি ডায়াগনস্টিক সিলগালা

২০১৩ নভেম্বর ২১ ০০:১৪:৪৬
রংপুরে ৩টি ডায়াগনস্টিক সিলগালা

রংপুর সংবাদদাতা : লাইসেন্স না থাকায় রংপুরে অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কঙ্কা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

মহানগরীর ধাপ এলাকায় বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম খাতুন জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরোপিত শর্ত পূরণ না করা ও বৈধ লাইসেন্স না থাকায় নিউ মেডিল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কঙ্কা ডায়াগনস্টিক সেন্টার ও কেয়ার হেলথ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, অভিযানকালে মোকছেদুল ইসলাম শান্ত নামের একজনকে কঙ্কা ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করা হয়। পরে এক লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়িয়ে নেয় কর্তৃপক্ষ। অভিযান চলাকালে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের লোকজন তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়ে ।

(দিরিপোর্ট/আরএস/এমএইচও/এএস/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর