thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কুমিল্লায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে পুলিশসহ আহত ৮

২০১৩ নভেম্বর ২১ ০৩:১০:২৯
কুমিল্লায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে পুলিশসহ আহত ৮

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে তিন পুলিশসহ আটজন আহত হয়েছেন। আহতরা হলেন মনোহরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক শফিউদ্দিন, কনস্টেবল রোকনুজ্জামান ও লিয়াকত। অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মণপুর এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগপন্থী দুই অংশীদারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে খবর পেয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ লোকজন পুলিশের এসআই শফিউদ্দিন, কনস্টেবল রোকনুজ্জামান ও লিয়াকতের হাতে দেশি অস্ত্র দিয়ে কোপ দেয়। আহত পুলিশ সদস্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন দিরিপোর্টকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর