thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

কঙ্গোয় যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি ৩৯ সেনা

২০১৩ নভেম্বর ২১ ০৪:৩০:২১
কঙ্গোয় যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি ৩৯ সেনা

দিরিপোর্ট ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে যুদ্ধাপরাধের অভিযোগে ৩৯ সেনাসদস্য বিচারের মুখোমুখি হয়েছেন। এই সেনারা মূলত গণধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন। খবর বিবিসির।

বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক চাপের মুখে দেশটির সরকার এই সেনাদের বিচারের মুখে দাঁড় করালো। দেশটির কর্তৃপক্ষ ওই ঘটনার অভিযোগে কয়েকজন সেনাসদস্যকে বহিষ্কার করলেও কাউকেই বিচারের মুখে দাঁড় করায়নি। এরই মধ্যে জাতিসংঘ দেশটির সেনাবাহিনীর অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। কঙ্গোতে অস্ত্রধারীরা ধর্ষণকে প্রায়ই যুদ্ধের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহরে একটি সেনা আদালতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এবং লুটপাটের অভিযোগ পড়ে শোনানো হয়। তবে বিচারের মুখোমুখি হওয়াদের মধ্যে অধিকাংশ নিম্নপদস্থ কর্মকর্তা।

জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী গত বছর গোমা শহরে এই অপরাধগুলো সংঘটিত হয়েছিল। যেখানে কমপক্ষে ১০২ নারী এবং ৩৩ তরুণী ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার শিকার হয়েছিলেন।

(দিরিপোর্ট/আদসি/এএস/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর