thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ছাত্রী উত্ত্যক্ত করায় কলেজছাত্রকে জরিমানা

২০১৩ নভেম্বর ২১ ০৫:৩৯:৪২
ছাত্রী উত্ত্যক্ত করায় কলেজছাত্রকে জরিমানা

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে বকুল হোসেন(১৮) নামে এক কলেজছাত্রকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সদরউদ্দিন ডিগ্রি কলেজের অফিস রুমে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা একেএম গালিব এই রায় প্রদান করেন।

বকুল ওই উপজেলার বড়বুয়ালি এলাকার আবদুস সালামের ছেলে ও সদরউদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

থানা সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে বকুল ওই পরীক্ষার্থীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করছিল। পরীক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার দুপুরে প্রকাশ্যে ওড়না ধরে টানাটানি করে বকুল। খবর পেয়ে পুলিশ বকুলকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করে। এরপর উপজেলা কর্মকর্তা বকুলকে এই জরিমানার রায় প্রদান করেন।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দিরিপোর্টকে জানান, পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বকুলকে আটক করা হয়। তিনি আরও জানান, বকুল এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় কারাদণ্ড না দিয়ে জরিমান প্রদান করেন নির্বাহী কর্মকর্তা।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর