thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

মগবাজারে ব্যবসায়ী গুলিবিদ্ধ

২০১৩ নভেম্বর ২১ ০৮:৫৩:১৫
মগবাজারে ব্যবসায়ী গুলিবিদ্ধ

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজারে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

রমনা থানার পরিদর্শক এসআই সাইদ ইবনে সিদ্দিক জানান, ভোর সাড়ে ৬টায় ব্যবসায়ী জয় তার শাহজাহানপুরের বাসা থেকে মগবাজার আসছিলেন। মগবাজারের কাছাকাছি পৌঁছলে একটি পিকআপভ্যানে করে কয়েকজন তার গতিরোধ করে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে পিকআপটি পালিয়ে যায়।

এসআই জানান, পরে মগবাজার মোড়ে তার কনফেকশনারির দোকানে বসেছিলেন। সকাল ৭টা ২০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে দুজন এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান বুকে একটি গুলি লাগে।

এসআই আরও জানান, গুলির শব্দ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন জয় আহত অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(দিরিপোর্ট/এসআর/এএস/এমডি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর