thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন মার্কিন কংগ্রেস

২০১৩ নভেম্বর ২১ ০৯:১২:০৮
বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন মার্কিন কংগ্রেস

দিরিপোর্ট ডেস্ক : বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রধান দুই দলের অনঢ় অবস্থান, সহিংসতা, সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কংগ্রেস।

বাংলাদেশ সময় বুধবার রাত ২টা ৫৫ মিনিটে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক উপ-কমিটির শুনানিতে প্যানেল আলোচকসহ মার্কিন কংগ্রেসের সদস্যরা তাদের এ উদ্বেগ প্রকাশ করেন।

‘বাংলাদেশে বিশৃঙ্খলা : খাদের কিনারে জাতি?’ শীর্ষক এ শুনানিতে সভাপতিত্ব করেন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবোট।

সভাপতির সূচনা বক্তৃতার মধ্য দিয়ে শুনানি শুরু হয়। এরপর তিন কংগ্রেস সদস্য ব্র্যাড শারমেন, জেরার্ড কোলোনি ও টুলসি গ্যাবার্ড বক্তৃতা করেন। তাদের বক্তৃতা পর্ব শেষে পাঁচ মিনিট করে বক্তৃতা দেন তিন প্যানেল আলোচক। এরপর প্রশ্নোত্তর পর্ব ও মার্কিন কংগ্রেসের পররাষ্ট্-বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েসের বক্তব্যের মধ্য দিয়ে দেড় ঘণ্টার শুনানি শেষ হয়।

যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের চেয়ারম্যান আলী রীয়াজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটন শুনানিতে উপস্থিত ছিলেন। (সূত্র: ওয়েবসাইট)

(দিরিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর