thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বাঘাইছড়িতে গুলিতে নিহত তিন

২০১৩ নভেম্বর ২১ ০৯:৫০:৩৭
বাঘাইছড়িতে গুলিতে নিহত তিন

রাঙ্গামাটি সংবাদাতা : রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্তু লারমা গ্রুপের দুই নেতাসহ তিনজনকে গুলে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শশাঙ্ক মিত্র চাকমা ওরফে প্রীতিশ বাবু (৫০), সাংগঠনিক সম্পাদক নন্দ কুমার চাকমা (৪৭) ও স্থানীয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রফিকউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ওই তিন ব্যক্তি শিজক কলেজের সামনে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় ৯-১০ জনের একটি সন্ত্রাসী দল তাদের লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে তিনজনই ঘটনাস্থলে নিহত হন।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর