thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

বেশি মোটা, তাই ট্রেনে চড়তে মানা

২০১৩ নভেম্বর ২১ ১০:১৬:০২
বেশি মোটা, তাই ট্রেনে চড়তে মানা

দিরিপোর্ট ডেস্ক : ফরাসি তরুণ কেভিন চেনাইসের (২২) কথা মনে আছে? বেশি মোটা হওয়ায় বৃটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ যাকে বিমানে নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

তাই বিকল্প হিসেবে ট্রেনে কিংবা জাহাজে ফ্রান্সে ফেরার পরিকল্পনা করেছিল কেভিনের পরিবার। কিন্তু কথায় আছে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। নইলে নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাকে ট্রেনে নিয়ে অস্বীকৃতি জানাবে কেন কর্তৃপক্ষ?

দেড় বছর আগে হরমোনের ডিসঅর্ডারের চিকিৎসা নিতে ফ্রান্স থেকে শিকাগো আসেন কেভিন। এই ডিসঅর্ডারের কারণে তার ওজন বেড়ে দাঁড়িয়েছে ২৩০ কেজিতে।

চিকিৎসা শেষে আবার ফ্রান্সে ফিরতে গিয়ে বাঁধে বিপত্তি। বেশি মোটা হওয়ায় বৃটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ তাকে বিমানে নিতে অস্বীকৃতি জানায়। কেভিনের পরিবার অনেক দেন-দরবার করেও এয়ারওয়েজ কর্তৃপক্ষের মন গলাতে পারেনি। তাই বিকল্প হিসেবে নিউ ইয়র্ক থেকে লন্ডন এসেছিল কেভিন। লন্ডন থেকে ট্রেনে প্যারিস ফেরার ইচ্ছা ছিল তার পরিবারের। কিন্তু কর্তৃপক্ষ অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত জাহাজে দেশে ফেরার সিন্ধান্ত নিয়েছে তারা। (সূত্র: বিবিসি, এএফপি)

(দিরিপোর্ট/ কেএন/ নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর