thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৮

২০১৩ নভেম্বর ২১ ১০:৩৭:১৪
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৮

দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মার্কিন চালকবিহীন বিমান ড্রোন হামলায় কমপক্ষে আটজন নিহত ও চারজন আহত হয়েছেন। খবর ডন নিউজের।

হানগু জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে এ হামলার ঘটনা ঘটে। একটি স্কুলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আহতদের মধ্যে ওই স্কুলটির শিক্ষার্থীও রয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হামলার পরও ওই এলাকার আকাশে ড্রোন উড়তে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান হেকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর এই প্রথম সেখানে ড্রোন হামলার ঘটনা ঘটল।

এদিকে, এই হামলার মাত্র একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ দেশটির সিনেট কমিটির ব্রিফিংয়ে বলেন, তালেবান ও পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা শুরু হলে যুক্তরাষ্ট্র আর তালেবান নেতাদের ওপর ড্রোন হামলা চালাবে না।

(দিরিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর