thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লক্ষ্মীপুরে দুই ডাকাত আটক

২০১৩ নভেম্বর ২১ ১১:২২:৪২
লক্ষ্মীপুরে দুই ডাকাত আটক

লক্ষ্মীপুর সংবাদদাতা : রায়পুর উপজেলার সোনাপুর গ্রাম থেকে দুই ডাকাতকে বুধবার গভীর রাতে আটক করেছে রায়পুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে রায়পুর থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির বৈঠককালে তাদের আটক করা হয়।

আটকরা হলো সদর উপজেলার টুমচর গ্রামের হাবিব উল্যার ছেলে শরীফুল ইসলাম ও রামগঞ্জ উপজেলার ভাদুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. কামাল হোসেন। তাদের কাছ থেকে দুটি রামদা, একটি চুরি ও রড উদ্ধার করা হয়। এ সময় তাদের অন্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মামলা করা হয়।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর