thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এএফসি এগ্রোর আইপিও ৮ ডিসেম্বর থেকে

২০১৩ নভেম্বর ২১ ১৩:১১:৪৯
এএফসি এগ্রোর আইপিও ৮ ডিসেম্বর থেকে

দিরিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া এএফসি এগ্রো বায়োটেকের প্রাথমিক গনপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামি ৮ ডিসেম্বর, রবিবার থেকে গ্রহণ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আগামি ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য আবেদনের সুযোগ থাকবে আগামি ২১ ডিসেম্বর পর্যন্ত।

এ কোম্পানির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। মার্কেট লট ৫০০টি শেয়ারে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি মেশিনারীজ ক্রয় এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্ধ বার্ষিক (জানুয়ারী’ ১৩-জুন’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী এএফসি এ্যাগ্রো বায়োটেকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ১১.১০ টাকা।

৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় ০.৩৯ টাকা।

এ কোম্পানির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়্যাল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। নিরীক্ষকের দায়িত্ব পালন করছে খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং।

এর আগেকমিশনের ৪৯৭তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়াহয়।

দিরিপোর্ট/এইচকে/নভেম্বর ২১, ২০১৩

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর