thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রংপুরে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

২০১৩ নভেম্বর ২১ ১৩:৪২:০৬
রংপুরে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

রংপুর সংবাদদাতা : খালেদা জিয়ার বিশেষ সহকারী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে রংপুর বিভাগের ১৪৮টি রুটে পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার এ ধর্মঘট শুরু হয়। শুক্রবার সকাল ৬টায় শেষ হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আখতার হোসেন বাদল।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৬টার পর থেকে রংপুর বিভাগের কোন রুটে দূরপাল্লার ও আন্তঃজেলা রুটের কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। কাভার্ডভ্যান, ট্রাক ও ট্যাংক লরিসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।

উল্লেখ্য, শহরে রিকশা, অটোরিকশা, হিউম্যান হলারসহ ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

(দিরিপোর্ট/আরএস/এমসি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর