thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিশ্বকাপের টিকিট পেলো উরুগুয়ে

২০১৩ নভেম্বর ২১ ১৩:৫২:৪৪
বিশ্বকাপের টিকিট পেলো উরুগুয়ে

দিরিপোর্ট ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে উরুগুয়ে। লাতিন আমেরিকার দেশটি বাছাইপর্বের প্লে-অফের দ্বিতীয় লেগে জর্ডানের সঙ্গে গোলশূন্য ড্র করেও প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

এক সপ্তাহ আগে প্লে-অফের প্রথম লেগে ৫-০ গোলে জেতে উরুগুয়ে। তাই দ্বিতীয় লেগে গোল না হলেও কোনো সমস্যা হয়নি ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২ লেগ মিলে গোল ব্যবধানে (৫-০) এগিয়ে থাকায় ৩১তম দল হিসেবে বিশ্বকাপে উঠেছে সুয়ারেজরা।

টানা ৪ বার আন্ত:মহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে উঠেছে উরুগুয়ে। ২০১০ সালে কোস্টারিকাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল তারা। ভুভুজেলার দেশে দারুণ পারফর্ম করে লাতিন আমেরিকার দেশটি। সেবার চতুর্থ দল হিসেবে প্রতিযোগিতা শেষ করেছিল তারা।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে উরুগুয়ে-জর্ডানের ম্যাচটি হচ্ছে বাছাইপর্বের ৮১৬তম ও শেষ ম্যাচ।২০৩টি দেশের লড়াই শেষে ৩১টি দল ব্রাজিলে যাওয়ার টিকিট পেয়েছে।আর স্বাগতিক দল হিসেবে খেলবে ব্রাজিল।

বাছাইপর্বে সমান ১১টি করে গোল করেছেন নেদারল্যান্ডসের রবিন ফন পার্সি, উরুগুয়ের লুই সুয়ারেজ ও বেলিজের ডেওন ম্যাকাউলে।

(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর