thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

নেপালের নির্বাচনে প্রচণ্ডের পরাজয়

২০১৩ নভেম্বর ২১ ১৪:৪১:৩৭
নেপালের নির্বাচনে প্রচণ্ডের পরাজয়

দিরিপোর্ট ডেস্ক : নেপালের জাতীয় নির্বাচনে দেশটির মাওবাদী দলের নেতা পুষ্প কমল দাহাল (প্রচণ্ড) তার নিজ আসনে হেরে গেছেন। নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ এনে তার দল বৃহস্পতিবার ভোট গণনা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন খবরটি জানায়। খবর এনডিটিভির।

প্রচণ্ড তার আসনে কংগ্রেস দলের প্রার্থীর কাছে হেরে যান বলে খবরে বলা হয়েছে। এ আসনে তার অবস্থান তৃতীয়। নেপালি কংগ্রেস দলের প্রার্থী তার চেয়ে সাড়ে সাত হাজার ভোট বেশি পেয়েছেন।

নেপালে নির্বাচন শেষে বুধবার ভোট গণনা শুরু করেছে দেশটির নির্বাচন কর্মকর্তারা। সংবিধান প্রণয়ন ও নতুন সরকার গঠনের লক্ষ্যে মঙ্গলবার দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ৭০ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

(দিরিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর