thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

আফগান-মার্কিন চুক্তি নিয়ে লয়া জিরগায় বৈঠক

২০১৩ নভেম্বর ২১ ১৫:২৪:১২
আফগান-মার্কিন চুক্তি নিয়ে লয়া জিরগায় বৈঠক

দিরিপোর্ট ডেস্ক : আফগান-মার্কিন নিরাপত্তা চুক্তি নিয়ে দেশটির জাতীয় পরিষদ লয়া জিরগায় বৈঠকে বসেছে আড়াই হাজারেরও বেশি আফগান আদিবাসী নেতা।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তার মন্ত্রিসভার অধিকাংশ নেতারা এ আলোচনায় অংশ নিতে বৃহস্পতিবার লয়া জিরগায় পৌঁছেছেন। চার দিনব্যাপী এ আলোচনা চলবে।

হামিদ কারজাই প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তির ব্যাপারে এই বৈঠকে আলোচনা করা হবে।

এদিকে এ আলোচনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আফগান প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে ফোনে কথা বলার পর জানান, খসড়া চুক্তিতে কাবুল ও ওয়াশিংটন একমত হয়েছে।

কাবুল খসড়া চুক্তি প্রকাশও করেছে। খসড়া চুক্তিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনে দাবির ব্যাপারে একমত হয়েছে।

মার্কিন সেনারা অপরাধ করলে আফগানিস্তানের নয় বরং যুক্তরাষ্ট্রের বিচারকদের কাছে বিচারের মুখোমুখি হবে বলে দাবি করে আসছিল যুক্তরাষ্ট্র। একটি চুক্তিতে আসার ব্যাপারে এই ইস্যুটিই প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। সূত্র : এএফপি

(দিরিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর