thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দুই হজ এজেন্সির বিরুদ্ধে মামলা, লাইসেন্স বাতিল

২০১৩ নভেম্বর ২১ ১৫:৩৭:৩১
দুই হজ এজেন্সির বিরুদ্ধে মামলা, লাইসেন্স বাতিল

দিরিপোর্ট প্রতিবেদক : হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করায় দুই এজেন্সির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে সরবকার। একইসঙ্গে তাদের লাইসেন্স বতিল, জামানত বাজেয়াপ্ত ও আর্থিক জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে চলতি বছর হজ ফ্লাইট পরিচালনা নিয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।

এর আগে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘এবার কয়েকটি হজ এজেন্সির প্রতারণার জন্য ১৬২ জন হজে যেতে পারেননি। এ বিষয়ে তদন্ত শেষ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে।’

ধর্ম সচিব বলেন, ‘সৌদি এয়ার সার্ভিস নামে একটি এজেন্সি ১৪৩ জনের কাছ থেকে টাকা নিলেও তাদের হজে পাঠায়নি। আমরা তাদের লাইসেন্স বাতিল করেছি। জামানত হিসেবে রাখা ২০ লাখ টাকা বাজেয়াপ্ত এবং ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতারণার জন্য ফৌজদারি মামলাও করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘রফিক ট্রাভেল নামে একটি এজেন্সির প্রতারণার শিকার হয়ে ১৫ জন হজে যেতে পারেনি। এ এজেন্সির লাইসেন্স বাতিল, জামানতের দশ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২৫ লাখ টাকা। এর বিরুদ্ধেও ফৌজদারি মামলা করা হয়েছে।’

ধর্ম সচিব জানান, এছাড়া আরো পাঁচটি এজেন্সি দুইজন করে লোক হজে পাঠায়নি। এ বিষয়েও তদন্ত হচ্ছে। দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(দিরিপোর্ট/আরএমএম/এমসি/জেএম/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর