thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মূল্য সংশোধন : কমেছে লেনদেন

২০১৩ নভেম্বর ২১ ১৬:০৪:৫৫
মূল্য সংশোধন : কমেছে লেনদেন

দিরিপোর্ট প্রতিবেদক : একটানা পাঁচ কার্যদিবস সূচক এবং লেনদেন বাড়ার পর বৃহস্পতিবার মূল্য সংশোধন হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়া লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির দর পতন হয়েছে।

দিনের ‍শুরুতে নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়ে দিনভর সূচক রেখা নিম্নমুখী থাকে। দিনের কোনোভাগেই বাজার ঊর্ধ্বমুখী হয়নি।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪৩৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। মোট লেনদেন হয়েছে ৭২৮ কোটি ১১ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের দিন বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স স্থির হয় ৪৪৩৯ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৮৮৯ কোটি ৫২ হাজার টাকা। অর্থাৎ বৃহস্পতিবার লেনদেন কমেছে ১৬০ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার টাকা।

ডিএসইতে বৃহস্পতিবার সবচেয়ে বেশি দর বেড়েছে মডার্ন ডাইংয়ের। এ শেয়ারের দর বেড়েছে ৯.৯৮ শতাংশ। এরপর যথাক্রমে প্রগতি লাইফের ৯.৮৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৯.৮১ শতাংশ ও আমরা টেকনোলজিসের শেয়ার দর বেড়েছে ৯.৬৬ শতাংশ।

দর কমার শীর্ষে অবস্থান করে রহিমা ফুড। এ শেয়ারের দর কমেছে ২২.৯৮ শতাংশ। এরপর যথাক্রমে ইস্টার্ন ক্যাবলসের দর কমেছে ৬.০৫ শতাংশ, ফুওয়াং ফুডের ৫.৩২ শতাংশ ও সোনালী আঁশের দর কমেছে ৪.৭৯ শতাংশ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক বৃহস্পতিবার ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৫ কোটি ১২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছে ৮৯ কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৭ লাখ টাকা।

(দিরিপোর্ট/এইচকে/এইচএসএম/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর