thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিলেটে একই পরিবারের ৪ সদস্য খুন, আটক ১

২০১৩ নভেম্বর ২১ ১৬:২২:৩২
সিলেটে একই পরিবারের ৪ সদস্য খুন, আটক ১

সিলেট সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীণাবন্দ ইউনিয়নের নোয়াইল দক্ষিণ বাগ পুরানপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুর ৩টায় একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ওই পরিবারের অপর সদস্য আব্দুস সালাম ফারুককে আটক করেছে।

নিহতরা হলেন- মা শামছুন্নাহার (৫০), বড় বোন নাজিমন বেগম (৩২), চাচার শাশুড়ি হনুফা বেগম (৬৫) ওআব্দুস সালামের ছেলে তানভির (৩)।

গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলীঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কোনো কারণ ছাড়াই মা, বোন, চাচা শাশুড়ি ও ছেলেকে কোপাতে থাকেন ফারুক।ঘটনাস্থলেই নিহত হন তারা। পরে স্থানীয়রা তাকে আটক করে বেঁধে ফেলে।

ওসি ফজলুল হক আরো জানান, ফারুক মাদকাসক্ত। কয়েকবার জেলও খেটেছে। তার কারণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ ছিল।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেশীরা জানান, মাদকাসক্তের কারণে স্ত্রী পলি বেগম (২৭) তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। বুধবার সে তার ছেলেকে নিজের কাছে নিয়ে আসে।

(দিরিপোর্ট/এম/এফএস/এমএআর/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর