thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

মন্ত্রীদের দফতর বণ্টন

২০১৩ নভেম্বর ২১ ১৭:০৮:১৭
মন্ত্রীদের দফতর বণ্টন

দিরিপোর্ট প্রতিবেদক : কয়েকদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে প্রধানমন্ত্রীসহ ২৯ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এরমধ্যে ২১ মন্ত্রী ও প্রতিমন্ত্রী ৭ জন। তাদের দফতরও বণ্টন করা হয়েছে।

পুনর্গঠিত এ মন্ত্রিসভায় মহাজোট সরকারের ১৬ মন্ত্রী ও ১৪ প্রতিমন্ত্রী বাদ পড়েছেন। এদিকে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর আরও দুই উপদেষ্টাকে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়েছে।

নির্বাচনকালীন সরকার গঠনের জন্য ১১ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারিখবিহীন পদত্যাগপত্র জমা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

রাষ্ট্রপতি যে ত্যাগপত্রগুলো গ্রহণ করেছেন তারাই পুনর্গঠিত সরকারে স্থান পাননি। পুনর্গঠিত সরকার যোগ দিতে ১৮ নভেম্বর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদের ৬ মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেন।

পুনর্গঠিত মন্ত্রিসভায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে থাকছেন।

নতুন সদস্যদের মধ্যে দফতর বণ্টন

নতুন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে আমির হোসেন আমু ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তোফায়েল আহমেদ শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, রওশন এরশাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আনিসুল ইসলাম মাহমুদ পানি সম্পদ মন্ত্রণালয় এবং এবিএম রুহুল আমিন হাওলাদার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে মো. মুজিবুল হক (চুন্নু) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও সালমা ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পুরনোদের মধ্যে দফতর বণ্টন

পুরনো মন্ত্রীদের মধ্যে আবুল মাল আব্দুল মুহিত অর্থ মন্ত্রণালয় (অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ), মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, আব্দুল লতিফ সিদ্দিকী বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এ কে খন্দকার পরিকল্পনা মন্ত্রণালয় (পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ), সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয়, রমেশ চন্দ্র সেন খাদ্য মন্ত্রণালয়, গোলাম মোহাম্মদ কাদের বাণিজ্য মন্ত্রণালয়, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শাজাহান খান নৌপরিবহন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, হাছান মাহমুদ পরিবেশ ও বন মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মো. মুজিবুল হক রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

মহাজোট সরকারের প্রতিমন্ত্রীদের মধ্যে দীপংকর তালুকদার পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মো. কামরুল ইসলাম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রমোদ মানকিন সমাজকল্যাণ মন্ত্রণালয়, শামসুল হক টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

(দিরিপোর্ট/আরএমএম/এনডিএস/নভেম্বর ২১,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর