thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

রোহিঙ্গাদের নাগরিকত্বে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান মিয়ানমারের

২০১৩ নভেম্বর ২১ ১৮:১৬:১৬
রোহিঙ্গাদের নাগরিকত্বে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান মিয়ানমারের

দিরিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব দেওয়ার জাতিসংঘের আহ্বান প্রত্যাখান করেছে দেশটির সরকার। মিয়ানমার সরকারের মুখপাত্র ইউ য়ি টুট বৃহস্পতিবার তার ফেসবুক পেজে এ তথ্য জানান। খবর মিয়ানমার টাইমসের।

বিবৃতিতে জাতিসংঘের জানানো এ আহ্বানকে দেশটির অভিবাসন আইন ও পদ্ধতির সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট; এ দেশ রোহিঙ্গাদের গ্রহণ করবে না। ১৯৮২ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের নাগরিকত্ব নির্ধারণ করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, বিদ্যমান আইন অনুযায়ী নাগরিকত্বের যোগ্য হলে রাখাইন রাজ্যে বসবাসরত বাঙালিদের নাগরিকত্ব দেওয়া হবে। নয়ত তারা অবৈধ বলে গণ্য হবে।

টুট বলেন, ‘আমরা অযোগ্যদের নাগরিকত্ব দেব না। জাতিসংঘসহ বিভিন্ন দেশের রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার এ আহ্বান আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সকল পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর নিজস্ব অভিবাসী আইন আছে। তারা এ আইনের বাইরে কাউকে নাগরিকত্ব দেয় না। এ অবস্থায় তারা কীভাবে আমাদের ওপর চাপ দেয়!’

এর আগে বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানায়।

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে রোহিঙ্গা মুসলিমদের ওপর বৌদ্ধ সম্প্রদায়ের দাঙ্গাবাজদের চালানো হামলায় বহু রোহিঙ্গা নিহত ও লাখো লোক গৃহহীন হয়েছে। রোহিঙ্গাদের ওপর চালানো এ হামলায় সরকারের সম্পৃক্ততার বিষয়টি বেশ আলোচিত হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গারা বহু বছর ধরে সেখানে বসবাস করলেও দেশটির সরকার তাদের এখনও নাগরিকত্ব দেয়নি।

এ বিষয়ে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) রোহিঙ্গাদের ত্রাণ ও অন্যান্য সহায়তা দিতে চাইলেও মিয়ানমার সরকার তা অনুমোদন দেয়নি।

দেশটিতে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান রয়েছে।

(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর