thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যারা

২০১৩ নভেম্বর ২১ ১৯:০৯:২৬
মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যারা

দিরিপোর্ট প্রতিবেদক : পুনর্গঠিত সরকারে মহাজোট মন্ত্রিসভার ৩০ মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাদ পড়েছেন। এরমধ্যে ১৬ মন্ত্রী ও ১৪ জন প্রতিমন্ত্রী। মহাজোট সরকারের মন্ত্রিসভায় ৩১ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ছিলেন।

নির্বাচনকালীন সরকার গঠনের জন্য ১১ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারিখবিহীন পদত্যাগপত্র জমা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি যে

ত্যাগপত্রগুলো গ্রহণ করেছেন তারাই পুনর্গঠিত সরকারে স্থান পাননি।

বাদপড়া মন্ত্রীরা হলেন- শফিক আহমেদ, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাহারা খাতুন, সুরঞ্জিত সেন গুপ্ত, মহীউদ্দীন খান আলমগীর, মো. রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, এনামুল হক মোস্তফা শহীদ, দিলীপ বড়ুয়া, মুহাম্মদ ফারুক খান, মো. আব্দুর রাজ্জাক, মো. আফসারুল আমিন, আ ফ ম রুহুল হক, দীপু মনি, আব্দুল লতিফ বিশ্বাস এবং মোস্তফা ফারুক মোহাম্মদ।

প্রতিমন্ত্রীরা হলেন- মোস্তাফিজুর রহমান, এবি তাজুল ইসলাম, ইয়াফেস ওসমান, আহাদ আলী সরকার, মো. শাহজাহান মিয়া, আব্দুল মান্নান খান, জাহাঙ্গীর কবির নানক, মো. মোতাহার হোসেন, মোহাম্মদ এনামুল হক, মজিবুর রহমান ফকির, ওমর ফারুক চৌধুরী, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল হাই এবং মেহের আফরোজ।

(দিরিপোর্ট/আরএমএম/এনডিএস/নভেম্বর ২১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর