thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

শ্রমিকদের নিরাপত্তা দেখবে ওয়ালমার্ট ও এইচএন্ডএম

২০১৩ নভেম্বর ২১ ১৯:৩২:৩৩
শ্রমিকদের নিরাপত্তা দেখবে ওয়ালমার্ট ও এইচএন্ডএম

দিরিপোর্ট ডেস্ক : যৌথভাবে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার মান যাচাই করার ঘোষণা দিয়েছে মার্কিন পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান ওয়ালমার্ট ও ইউরোপীয় প্রতিষ্ঠান এইচএন্ডএম (হেনেস এন্ড মৌরিটজ)।

বাংলাদেশের পোশাকখাতের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত সম্মেলনে বুধবার এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি এ ঘোষণা দেয়। খবর নিউ ইয়র্ক টাইমসের।

সম্প্রতি পোশাকখাতে ভবনধস ও কারখানায় আগুন লেগে শ্রমিক নিহতের ঘটনায় প্রতিষ্ঠান দুটি এ সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আগে যেভাবে দেখা হতো তার চেয়ে আরও কঠোরভাবে যাচাই করা হবে। শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় আরও উন্নত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে পোশাক কারখানাগুলো ছাড়াও সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আমেরিকাভিত্তিক ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’ ও ইউরোপভিত্তিক ‘অ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ সংস্থা দুটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) অংশগ্রহণ করে।

(দিরিপোর্ট/এসকে/এমএআর/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর