thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ভারতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘হেলেন’

২০১৩ নভেম্বর ২১ ১৯:৪০:২৮
ভারতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘হেলেন’

দিরিপোর্ট ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আগামী ২৪ ঘন্টার মধ্যেই আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘হেলেন’। দেশটির আবহাওয়া অফিস বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর এনডিটিভির।

আবহাওয়া অফিস প্রদেশটির উপকূলবাসী ও জেলেদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় কতৃপক্ষকে সতর্ক করে দিয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি শুক্রবার বিকালের দিকে উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

আইএমডি বৃহস্পতিবার সকালে এক বুলেটিনে জানায়, পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপোসাগরে এক মারাত্মক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। ঝড়টি চেন্নাই থেকে ৪৬০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে অবস্থান করছে। এর প্রভাবে দেশটির বঙ্গোপোসাগরীয় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানায় আইএমডি।

বুলেটিনে আরো বলা হয়, ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ৫৫ থেকে ৭৫ কিলোমিটারের মধ্যে ওঠানামা করলেও উপকূলে আসার পর এ গতি ১১০ থেকে ১২০ কিলোমিটারে পরিণত হতে পারে। এর প্রভাবে উপকূলীয এলাকায় ১ থেকে ১.৫ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানায় সংস্থাটি।

(দিরিপোর্ট/এআইএম/এসকে/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর