thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

২০১৫ বিশ্বকাপ পর্যন্ত মিসবাহে ভরসা পিসিবির

২০১৩ নভেম্বর ২১ ১৯:৪০:৩০
২০১৫ বিশ্বকাপ পর্যন্ত মিসবাহে ভরসা পিসিবির

দিরিপোর্ট ডেস্ক : ২০১৫ পর্যন্ত টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন মিসবাহ-উল-হকই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম সেথি বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন।

গত সেপ্টেম্বর মাসে জিম্বাবুয়ের কাছে একটি টেস্ট ম্যাচে পাকিস্তান হারার পর মিসবাহর অধিনায়কত্বকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে সাবেক অধিনায়ক রমিজ রাজাসহ বেশ কিছু সাবেক খেলোয়াড় ও সমালোচকরা দলের নেতৃত্বে পরির্বতন আনার দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে জানানো হযেছে, ‘পিসিবি চেয়ারম্যান নাজাম আবারো অধিনায়ক হিসেবে মিসবাহর ওপর তার পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং তাকে অন্তত ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত এ পদে বহাল রাখার মত দিয়েছেন।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘চেয়ারম্যান ইতোপূর্বে প্রকাশ্যেই বলেছেন ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত মিসবাহকে অধিনায়ক রাখা হবে এবং তিনি তার অবস্থানের কোনো পরিবর্তন করেননি।’

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর