thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

আফ্রিকায় পানির নিচে বিলাসবহুল হোটেল

২০১৩ নভেম্বর ২১ ১৯:৫১:৫৪
আফ্রিকায় পানির নিচে বিলাসবহুল হোটেল

দিরিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র, সুইডেন ও মালদ্বীপের পর এবার আফ্রিকার তাঞ্জানিয়ায় পানির নিচে বিলাসবহুল হোটেল চালু হলো। দেশটির পেমবা দ্বীপে ‘মান্তা রিসোর্ট’ নামে এই হোটেলটি মুগ্ধ করবে যেকোনো পর্যটককে। তবে হ্যাঁ, এর জন্য বেশ ভালো অর্থ গুনতে হবে। এখানে এক রাত্রিযাপন করতে খরচ হবে মাত্র দেড় হাজার ডলার!

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরের উপকূল ঘেঁষে পাড় থেকে ২৫০ মিটার দূরে তৈরি করা হয়েছে এ হোটেলটি। পানির উপরিভাগ থেকে চার মিটার নিচে অবস্থিত এ হোটেলটি তিনতলার একটি ভাসমান দালান।

হোটেলের সম্মুখেই রয়েছে পর্যটকদের থাকার ঘর। প্রতিটি ঘরেই আছে আটটি করে জানালা। চারদিকে অবস্থিত এ জানালাগুলো দিয়ে দেখা যাবে সামুদ্রিক মাছসহ নানা প্রাণী। বিশেষত, রাতের বেলা ঘুরতে থাকা স্কুইড ও অক্টোপাস যে কাউকে মুগ্ধ করবে।

সমুদ্রের নিচে হোটেলে থাকব অথচ সমুদ্রে গোসল করবো না তা কি হয়! এজন্যই পর্যটকদের গোসল করার বিশেষ ব্যবস্থা রেখেছে হোটেল কর্তৃপক্ষ।

১৭টি ঘরবিশিষ্ট এ হোটেলটি ১ নভেম্বর চালু করা হয়। সমু্দ্রের পানির নিচের হোটেলগুলোর মধ্যে এটাই এ পর্যন্ত সবচেয়ে বড়।

(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর