thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

বিশ্বব্যাপী এইচআইভি সংক্রমণ কমেছে ৩৩ শতাংশ

২০১৩ নভেম্বর ২১ ১৯:৫৬:০৬
বিশ্বব্যাপী এইচআইভি সংক্রমণ কমেছে ৩৩ শতাংশ

দিরিপোর্ট ডেস্ক : বিশ্বে এইচআইভি সংক্রমণ প্রায় ৩৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের এইচআইভি প্রতিরোধ বিষয়ক সংস্থা ইউএনএইডস। খবর আলজাজিরার।

সংস্থাটির বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী এইচআইভি (এইডস) প্রতিরোধের ক্ষেত্রে দ্রুততর অগ্রগতি দেখা যাচ্ছে।

ইউএনএইডস জানায়, এ অগ্রগতির ফলে অনেক জীবন বেঁচে যাওয়ার পাশাপাশি নতুন সংক্রমণও অনেক কমে গেছে। তবে এখনও বিশ্বের অনেক স্থানে এইচআইভি প্রতিরোধে আরো ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও জানায় সংস্থাটি।

সংস্থাটি জানায়, ‘এখন থেকে এইডসের জন্য অত্যধিক ঝুকিপূর্ণ এলাকা চিহ্নিত করে জরুরি পদক্ষেপ নিতে হবে।’

সংস্থাটির নির্বাহী পরিচালক মিশেল সিডিবে বলেন, ‘এইডস প্রতিরোধে আমাদেরকে প্রত্যেক আক্রান্ত ব্যাক্তির কাছে যেতে হবে। যদি আমরা কাউকেই বাদ না দেওয়ার অঙ্গীকার রাখতে চাই, তবে প্রয়োজনের সময় প্রত্যেকের কাছে এইচআইভি সেবা পৌছানো নিশ্চিত করতে হবে।’

(দিরিপোর্ট/এআইএম/এসকে/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর