thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বৈদেশিক অর্থসহায়তা কমে যাচ্ছে

২০১৩ নভেম্বর ২১ ২০:২৫:৫৬
বৈদেশিক অর্থসহায়তা কমে যাচ্ছে

দিরিপোর্ট প্রতিবেদক : দেশে বৈদেশিক অর্থসহায়তার পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) অর্থছাড় হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ হচ্ছে ৪৩ কোটি ২০ লাখ ও অনুদান ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

গত অর্থবছর একই সময়ে অর্থছাড় হয়েছিল ৮০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ হচ্ছে ৬১ কোটি ও অনুদান ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

পর্যালোচনা করলে দেখা যায়, একই সময়ে গত বছরের তুলনায় চলতি অর্থবছরে ২৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কম ছাড় হয়েছে।

এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান দিরিপোর্টকে বলেন, গত অর্থবছরে জাপানের দুটি বড় প্রকল্পের অর্থ ছাড় হয় এবং তা শেষ হয়। ফলে প্রতিশ্রুতি ও অর্থছাড় দুটিই বেশি ছিল।

চলতি অর্থবছরের চার মাসে দাতাদের কাছ থেকে প্রতিশ্রুতি এসেছে ১৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ১১৭ কোটি ২০ লাখ ও অনুদান ১৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি এসেছিল ১৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ১৪২ কোটি ৫০ লাখ এবং অনুদান ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

তুলনামূলক পর্যালোচনা করলে দেখা যায়, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ৪৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কম এসেছে।

(দিরিপোর্ট/জেজে/এমএইচও/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর