thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

আগ্নেয়গিরির লাভায় নতুন দ্বীপ

২০১৩ নভেম্বর ২১ ২০:৩৩:১৩
আগ্নেয়গিরির লাভায় নতুন দ্বীপ

দিরিপোর্ট ডেস্ক : আগ্নেয়গিরির লাভার ভয়াবহতার সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত জাপানিরা। এ পর্যন্ত তাদের বেশ কয়েকটি শহর মানচিত্র থেকে মুছে দিয়েছে জ্বলন্ত আগ্নেয়গিরি। তবে এবার সেই সর্বনাশা আগ্নেয়গিরিই জাপানকে উপহার দিলো এক নতুন দ্বীপ।

টোকিও’র ৬২০ মাইল দক্ষিণে জেগে ওঠা এ দ্বীপটির দৈর্ঘ্য ২০০ মিটার। নিশিনোশিমার উপকূল ধরে এ দ্বীপটি জেগে উঠেছে বলে জানিয়েছে জাপানের ভূতত্ত্ব বিভাগ। ওসাসাওয়ারা দ্বীপমালার অন্তর্ভুক্ত এ দ্বীপটি স্থানীয়ভাবে ‘বোনিন দ্বীপ’ নামে পরিচিত।

‘রিং অব ফায়ার’ নামে পরিচিত এই ৬২০ মাইল এলাকাজুড়ে রয়েছে প্রায় ৩০টি দ্বীপ।

গার্ডিয়ান পত্রিকা জানায়, বুধবার সকালে ঐ স্থানে অবস্থিত একটি আগ্নেয়গিরি থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ায় ওখানকার আকাশ ছেঁয়ে যাওয়ার দৃশ্য দেখিয়েছে দেশটির বিভিন্ন টেলিভিশন।

নতুন জেগে ওঠা এ দ্বীপটি দীর্ঘস্থায়ী হবে বলে জানিয়েছেন এক জাপানি আগ্নেয়গিরি বিশেষজ্ঞ। একই আগ্নেয়গিরি থেকে সর্বশেষ ১৯৭০ সালে দ্বীপ সৃষ্টির ঘটনা ঘটেছিল বলেও জানান তিনি।

অচিরেই এ দ্বীপটির নামকরণ করা হবে বলে জানিয়েছেন জাপানের প্রধান কেবিনেট সচিব ইয়োশিহিদি সুগা।

নতুন এ দ্বীপটি নিয়ে জাপান সরকার আনন্দিত হলেও খানিকটা চিন্তা রয়েই যাচ্ছে। কারণ, দ্বীপটি জাপান-চীন সীমান্তের কাছেই অবস্থিত। এ অঞ্চল নিয়ে উভয় দেশের মধ্যে মতবিরোধ আছে। সম্প্রতি এ মতবিরোধ কিছুটা উষ্ণ সম্পর্কে রূপ নিচ্ছে।

(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর