thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মরিসনের হ্যাটট্রিক; শুভসূচনা আবাহনীর

২০১৩ নভেম্বর ২১ ২০:৪১:২৬
মরিসনের হ্যাটট্রিক; শুভসূচনা আবাহনীর

দিরিপোর্ট প্রতিবেদক : আগের রাতেই মহাকাণ্ড ঘটেছিল আবাহনী লিমিটেডে। হুট করে পত্রপাট বিদায় করে দেয়া হয়েছিল তাদের অস্ট্রেলিয়ান ফুটবল কোচ নাথান হলকে। ঘটনার ঘনঘটা এড়িয়ে বৃহস্পতিবার মাঠে নেমেছিল তারা। দায়িত্বে ছিলেন সেই অতি পুরানো অমলেশ সেন।আবাহনী নেমেছিল ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে। ম্যাচে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন মোহামেডান থেকে তাড়িয়ে আনা ওসই মরিসন। ঘানাইয়ানের কাঁধে চড়ে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।

আগের রাতের ঘটনা কোনো লেশমাত্র ছিল না। তা বুঝাতে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৭ মিনিটের বেশি সময় নেয়নি আবাহনী। ফরোয়ার্ড তৌহিদুল আলমের ক্রস থেকে আলতো টোকায় মরিসন চোখ ধাঁধানো এক গোল করেছেন (১-০)। ১০ মিনিট পরই সমতা ফেরার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। কিন্তু মিডফিল্ডার মোহাম্মদ সাব্বিরের ফ্রি-কিকে কেউ পা বা মাথা ছোঁয়াতে না পারেননি।

প্রথমার্ধের ৩৮ মিনিটে আবাহনীর ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ক্রস থেকে ফরোয়ার্ড তৌহিদের ডাইভিং হেড ফিরে আসে সাইড বারে লেগে। তবে ওই কষ্ট ৪ মিনিটের মাথায়ই শেষ হয়েছে। ক্যামেরুনের মিডফিল্ডার ইউকো সাম্বনিকের থ্রু ধরে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দলের লিডের সঙ্গে নিজের গোল দ্বিগুণ করেছেন মরিসন।

দ্বিতীয়ার্ধে আরো গোলের সুযোগ আসতে থাকে আবাহনীর। কিন্তু গোল পেতে পেতেও গোলের দেখা পাচ্ছিল না তারা। দেখতে দেখতে পার হচ্ছিল ৭৭ মিনিট; ঠিক তখনই আবারো গোল করেছেন মরিসন। সঙ্গে পূর্ণ করেছেন প্রথম নিজের হ্যাটট্রিক। ব্রাজিলীয় কাস্ত্রোর পোস্ট লক্ষ্য করে নেয়া শট রহমতগঞ্জের এক ডিফেন্ডার ফিরিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময়েই ফাঁকায় দাঁড়িয়ে থাকা মরিসন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়েছে (৩-০)।

বুধবার অস্ট্রেলীয় কোচকে বরখাস্ত করায় রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন তাদের দীর্ঘ দিনের ‘সুখ-দুঃখের সঙ্গী’ অমলেশ সেন।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর