thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

তরিকত ফেডারেশনের ফরম বিক্রি ২৫ নভেম্বর

২০১৩ নভেম্বর ২১ ২১:৩৩:০৮

দিরিপোর্ট প্রতিবেদক : ২৫ নভেম্বর থেকে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে। ফরম বিক্রি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

মনোনয়ন ফরম ২৯ নভেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

দলের মহাসচিবের রাজধানীর কলাবাগান কার্যালয় থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

দলের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

১০ম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১১ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে দলটি। বোর্ডে রয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও সদস্য সচিব লায়ন এম. এ আউয়াল।

বোর্ডের অপর সদস্যরা হলেন- সৈয়দ হাবিবুল বশর আল-হাচানী, ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, সৈয়দ আবু রাজ্জাক হায়দারী, শাহ মিরান আল কাদেরী, সৈয়দ আনোয়ার মুবারকী আল-কাদেরী, ড. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী ও জাহাঙ্গীর হাসান।

সম্প্রতি তরিকত ফেডারেশন সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।

(দিরিপোর্ট/কেএ/এমএইচও/এমএআর/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর