thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই 25, ৩১ আষাঢ় ১৪৩২,  ১৯ মহররম 1447

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ২৭

২০১৩ নভেম্বর ২১ ২১:৫৮:০১
ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ২৭

দিরিপোর্ট ডেস্ক : ইরাকের শিয়া অধ্যুষিত সাদিয়া শহরে এক গাড়ি বোমা হামালায় কমপক্ষে ২৭ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে চলতি বছরের সহিংসতায় নিহতের সংখ্যা দাড়ালো পাঁচ হাজার ৮০০তে। খবর আলজাজিরার।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের একটি জনাকীর্ণ সবজি বাজারে এ হামালা চালানো হয়। এসময় স্থানটিতে ফেলিজ, শিয়া ও কুর্দি সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত ছিলেন।

এ হামালায় অন্তত ৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

রাজধানী বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পূর্বে দায়ালা প্রদেশের সাদিয়া শহরটিতে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় হামলা।

দুই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এক ব্যাক্তি বোমাসহ একটি সবজির ট্রাক বাজারে পার্ক করে। শ্রমিকদেরকে ট্রাক থেকে শাকসবজি নামাতে দিয়ে সে ওই স্থান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই বোমাটি বিস্ফোরিত হয়।

স্থানীয় হাসপাতালের কয়েকজন চিকিৎসক হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেন।

(দিরিপোর্ট/এআইএম/এসকে/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর