thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মৌসুমীকে বিয়ের প্রস্তাব !

২০১৩ নভেম্বর ২১ ২১:৫৮:৩১
মৌসুমীকে বিয়ের প্রস্তাব !

দিরিপোর্টপ্রতিবেদক : বিয়ের প্রস্তাব পেলেন মৌসুমী। তবে চিত্রনায়িকা মৌসুমী নন। প্রস্তাব পেয়েছেন লাক্স তারকা মৌসুমী হামিদ। অবশ্য সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে ‘বিয়ের প্রস্তাব’ নাটকে।

আন্তন চেখভের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন- প্রসূন রহমান ও পরিচালনায় শুভ্র আহমেদ।

‘বিয়ের প্রস্তাব’-এর কাহিনীতে দেখা যাবে, মায়ের সম্মতি না থাকলেও নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে প্রতিবেশী মৌসুমীর বাড়িতে যান আসিফ। মৌসুমীর বাবা প্রথমে তাকে সাদরে আমন্ত্রণ জানালেও আলাপ আলোচনায় পারিবারিক ঐতিহ্য নিয়ে কথা বলতে বলতে এক সময় আসিফের ওপর ক্ষেপে যান। আসিফও নিজের পরিবারের সম্মান ক্ষুণ্ন করতে চায় না। তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়ে দুইজন। এক পর্যায়ে মৌসুমীর বাবা তাকে অপমান করে তাড়িয়ে দেওয়ার উপক্রম হলে আসিফ অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর সুস্থ হয়ে আবার ঝগড়া শুরু করেন।

শেষ পর্যন্ত এর পরিণতি কী হয় সেটা দেখার জন্য চোখ রাখতে হবে ‘বিবাহ প্রস্তাব’ নাটকের দিকে।

মৌসুমী হামিদ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন- রিপন নাথ, রহমত আলী, পীযুষ বন্দোপাধ্যায়, চিত্রলেখা গুহ প্রমুখ। নাটকটি প্রচার হবে ২২ নভেম্বর রাত ১২-টা ২ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।

(দিরিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর