thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিমান বন্দরে মোবাইল চুরির দায়ে যুবক আটক

২০১৩ নভেম্বর ২১ ২২:০৪:১৩
বিমান বন্দরে মোবাইল চুরির দায়ে যুবক আটক

দিরিপোট প্রতিবেদক : হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে মোবাইল ফোনসেট চুরির অভিযোগে আনিসুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে।

আটক আনিসুর বিমানবন্দর ট্রাফিক হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার সাঁতিয়ার কালাইছাড়ায়।

এ বিষয়ে এপিবিএনের সিনিয়র এএসপি এহ্তেশামুল হক জানান, দুবাই থেকে আসা একটি বিমান আন-লোড করার সময় লাগেজ হোল্ড থেকে বিমানযাত্রীর লাগেজ কেটে স্যামসাং ও নকিয়া ব্রান্ডের দুটি মোবাইল সেট চুরি করে আনিসুর। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আনিসুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(দিরিপোর্ট/ডি/এমএইচও/এনডিএস/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর