thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কাজী জাফর সিসিইউতে, শয্যাপাশে এরশাদ

২০১৩ নভেম্বর ২১ ২২:০২:০১
কাজী জাফর সিসিইউতে, শয্যাপাশে এরশাদ

দিরিপোর্ট প্রতিবেদক : আবারো সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে যান জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার।

কাজী জাফর আহমেদের ব্যক্তিগত সহকারি গোলাম মোস্তফা জানান, কিছুদিন ধরে তিনি নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টায় বাথরুমের ফ্লোরে পড়ে গেলে তাকে এ্যাম্বুলেন্সে করে ইউনাইটেড হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়। সন্ধ্যার পর থেকে তিনি সিসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন।

তিনি জানান, জাপার চেয়ারম্যান এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার সন্ধ্যার পর কাজী জাফরকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি ঘুমিয়ে থাকায় কোনো কথা হয়নি তাদের সঙ্গে।

(দিরিপোর্ট/এসএন/এমএইচও/এসবি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর