thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

সাপ্তাহিক তেহেলকার সম্পাদকের পদত্যাগ

২০১৩ নভেম্বর ২২ ০১:১৭:৩৯
সাপ্তাহিক তেহেলকার সম্পাদকের পদত্যাগ

দিরিপোর্ট ডেস্ক: ভারতের সাপ্তাহিক পত্রিকা তেহেলকার সম্পাদক তরুণ তেজপাল সাময়িকভাবে পদত্যাগ করেছেন। তারই অফিসের এক নারী সহকর্মীকে হয়রানি করেছেন এমন অভিযোগের ভিত্তিতে তিনি এই পদক্ষেপ নিলেন।

ওই নারী দাবি করেছেন, এ মাসের শুরুর দিকে গোয়ার একটি হোটেলে পরপর দুই দিন তিনি তেজপালের হাতে হয়রানির শিকার হন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার পত্রিকাটির ব্যবস্থাপনা পরিচালক সোমা চৌধুরী জানিয়েছেন, এ ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিথযশা নারী অধিকার কর্মী উর্বশি বুটালিয়ার নেতৃত্বে এই তদন্ত কমিটি কাজ করবে।

এদিকে হয়রানির শিকার ওই নারী স্থানীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি প্রতিষ্ঠানের আচরণে ‘খুব হতাশ’ হয়েছেন।

অন্যদিকে দ্য ন্যাশনাল উইমেন কমিশন জানিয়েছেন, তেজপাল কী শাস্তি পাবেন, তিনি সেটা নির্ধারণ করার কেউ না।

কয়েকজন অধিকারকর্মী জানিয়েছেন, তেহেলকার কোন কর্মীই এই বিষয়টি পুলিশকে জানায় নি।

এদিকে ওই নারীর একজন কাছের ব্যক্তি জানিয়েছেন, তেজপাল তার বাবার বয়সী এই কথা স্মরণ করিয়ে তিনি তার হাত থেকে বাঁচতে চান।

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকর প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

রাজনৈতিক, সামাজিক ও জাতিগত অবিচারের বিরুদ্ধে এ পত্রিকাটি সব সময় সোচ্চার থেকেছে। কিন্তু এখন এই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধেই যৌন হয়রানির মত অভিযোগ উঠল।

(দিরিপোর্ট/আদসি/এসবি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর