thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

২০১৩ নভেম্বর ২২ ০১:২৫:৪১
বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলার জীবননগর পৌরসভার প্যানেল মেয়র-২ ও বিএনপি নেতা কাজী নাসির ইকবাল ঠান্ডুর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, রাজনীতি নিয়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। তারই জের ধরে বৃহস্পতিবার ভোরে বিএনপির এই নেতার বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এ প্রসঙ্গে কাজী নাসির ইকবাল ঠান্ডু জানান, দলীয় কোন্দলের জের ধরেই বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে সরিয়ে দেওয়ার জন্য হত্যার পরিকল্পনা করে। বোমা হামলা তারই অংশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিক তদন্তে বিষয়টি দলীয় কোন্দলের কারণেই সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

(দিরিপোর্ট/আরআই/এমএইচও/এসবি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর