thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

গিনিতে খনি দুঘর্টনায় নিহত ১৪

২০১৩ নভেম্বর ২২ ০৪:০০:৩৬
গিনিতে খনি দুঘর্টনায় নিহত ১৪

দিরিপোর্ট ডেস্ক: গিনির পূর্বাঞ্চলে একটি স্বর্ণখনিতে গ্যাস বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। তবে ওই খনিতে থাকা অপর ১১ জন নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দেশটির সিগুইরি প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের।

ঘটনার প্রতক্ষ্যদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, তিনি উদ্ধারকারী বাহিনীকে ১৪টি মৃতদেহ নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেছেন, আমার বিশ্বাস ২৫ জন খনিশ্রমিকের কেউই আর বেঁচে নেই।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করেছে। তারা জানিয়েছে, খনির ভেতরের রাস্তা খুবই সরু এবং এ ধরনের দুঘর্টনার পর কারও বেঁচে থাকা অসম্ভব।

গিনির সরকার অনেকদিন ধরেই দেশটিতে খনিশ্রমিক কর্মপরিবেশ নিরাপদ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে সরকারের একজন মুখপাত্র বলেন, এই দুঘর্টনা আমাদের দেখিয়ে দিল যে আরও অনেক কাজ বাকি রয়েছে।

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র গিনিতে সবচেয়ে বেশি পরিমাণে স্বর্ণ মজুদ আছে।

(দিরিপোর্ট/আদসি/এসবি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর