thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

২০১৩ নভেম্বর ২২ ১০:৩১:২৪
নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারাযণগঞ্জের মদনপুরে ট্রাকচাপায় হাবিবুর রহমান (৪০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, কনস্টেবল হাবিব মদনপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাবিবুর রহমান বরিশালের বানারীপাড়া উপজেলার শালিয়াবাগপেোর কদম আলী হাওলাদারের ছেলে। তার বোন মাকসুদা বেগম জানান, তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। স্ত্রীর নাম মমতাজ বেগম।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর