thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাতক্ষীরায় আ.লীগ নেতা হত্যা : আটক ১৭

২০১৩ নভেম্বর ২২ ১১:১৬:২৪
সাতক্ষীরায় আ.লীগ নেতা হত্যা : আটক ১৭

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার দেবহাটায় আবু রায়হান হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শিবিরকর্মী মনিরুল ইসলাম মনিসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। রায়হান দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আটক মনিরুল ইসলাম মনি কিলিং মিশনে সরাসরি অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে আটকরা হচ্ছে- মনিরুল ইসলাম মনি, আমজাদ হোসেন, ফিরোজ আলম, সোহরাব হোসেন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুর রহিম, আবদুল হামিদ, নাজমুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, আফসার আলী, নবাব আলী, আলম ও মনিরুজ্জামান। তাদের সবার বাড়ি দেবহাটার নারকেল বাড়িয়া, চণ্ডিপুর ও সখিপুর গ্রামে ।

আটকরা সবাই জামায়াত-শিবিরকর্মী বলে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী জানিয়েছেন্। তিনি আরও জানান, আটকদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে আবু রায়হানকে কুপিয়ে হত্যা করে ৩০-৪০ জন সন্ত্রাসী।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর