thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

৬ উইকেটে হার ওয়েস্ট ইন্ডিজের

২০১৩ নভেম্বর ২২ ১১:৫২:৩২
৬ উইকেটে হার ওয়েস্ট ইন্ডিজের

দিরিপোর্ট ডেস্ক : টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ওয়ানডে সিরিজও হার দিয়ে শুর করলো ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার কোচির নেহেরু স্টেডিয়ামে সফরকারীরা হেরেছে ৬ উইকেটে।

টস জিতে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই গেইল রান আউট হলে বিপর‌্যয়ে পরে সফরকারীরা। দ্বিতীয় উইকেট জুটিতে কারেলেস এবং স্যামুয়েলস ৬৫ রান যোগ করেন। ব্যক্তিগত ৪২ রান করে কারলেস জাদেজার শিকার হন। তার ওভার পরই ব্যক্তিগত ২৪ রান করে কারলেসের পথে হাটেন স্যামুয়েলস। আবারো চাপে পরে সফরকারীরা।

এ যাত্রায় দলের হাল ধরেন শিমন এবং ব্রাভো। চতুর্থ উইকেট জুটিতে তাদের করা ৬৫ রানের জুটিটি লজ্জার হাত থেকে বাঁচায় ক্যারিবীয়দের। ৫৯ রান করা ড্যারেন ব্রাভো দলীয় ১৮৩ রানে ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে আউট হন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

ভারতের পক্ষে জাদেজা এবং রায়না ৩টি করে উইকেট লাভ করেন। অশ্বিন পান ২ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রান সংগ্রহ করতেই শেখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। কিন্তু রোহিত শর্মা এবং ভিরাট কোহলির দ্বিতীয় উইকেটে করা ১৩৩ রানের জুটিটি ভারতের প্রথম ওয়ানডে জয়ের গল্পের শেষটা সহজ করে দেয়। মাত্র ৩৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ধোনির দল।

রোহিত শর্মা ৮১ বলে ৭২ এবং বিরাট কোহলি ৮৪ বলে ৮৬ রান করেন। গত ৫ ইনিংসে রোহিত শর্মা যথাক্রমে ৭৯, ২০৯, ১৭৭, ১১১ এবং সর্বশেষ ৭২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হোল্ডার ২টি এবং রামপাল ও নারাইন নেন একটি করে উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। ২৪ নভেম্বর বিশাখাপত্তমে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২১১ (ড্যারেন ব্রাভো ৫৯; রায়না ৩/৩৪, জাদেজা ৩/৩৭)

ভারত: ২১২/৪ (কোহলি ৮৬, শর্মা ৭২)

ফল: ৬ উইকেটে জয়ী ভারত

(দিরিপোর্ট/এমআই/জেএম/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর