thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ঘূর্ণিঝড় হেলেনের প্রভাবে অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণ

২০১৩ নভেম্বর ২২ ১১:৫৫:১২
ঘূর্ণিঝড় হেলেনের প্রভাবে অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণ

দিরিপোর্ট ডেস্ক : ভারতে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় হেলেনের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী কৃষ্ণ, বিশাখাপট্টম, পশ্চিম গোদাভারিসহ উপকূলীয় এলাকাগুলোতে শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

ঘূর্ণিঝড় হেলেন ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে শুক্রবার বিকেলে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী মাচিলিপাটনামে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

উপকূলবর্তী জেলাগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। নিম্নাঞ্চল থেকে প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

গতমাসে অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ফাইলিনের চেয়ে হেলেন কম শক্তিশালী হবে না বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে।

অন্ধ্রপ্রদেশের প্রায় এক হাজার কিলোমিটার এলাকা সমুদ্র উপকূলে অবস্থিত। প্রদেশটির নয়টি উপকূলবর্তী জেলায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ঘূর্ণিঝড় আঘাত হানার ঝুঁকি থাকে। সূত্র: এনডিটিভি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর