thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মেসির চেয়ে জিদান ভালো: পেলে

২০১৩ নভেম্বর ২২ ১৩:১১:৪৭
মেসির চেয়ে জিদান ভালো: পেলে

দিরিপোর্ট ডেস্ক : দুর্দান্ত পারফর্ম করে সবসময় প্রাদপ্রদীপের আলোয় আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী পেলে মনে করেন, জিনিদান জিদানের চেয়ে মেসিকে এগিয়ে রাখা যথাযথ হবে না।

সাও পাওলোতে আয়োজিত এক অনুষ্ঠানে ৩ বার বিশ্বকাপ জয়ী পেলে বলেছেন, ‘স্পেনের ক্লাব বার্সেলোনার সতীর্থদের সঙ্গে খেলার সুবাদে নিজেকে এমনভাবে মেলে ধরতে পেরেছে মেসি। সে বিশ্বের সেরা খেলোয়াড়। কারণ তার চারপাশে ঘিরে রয়েছে আরও কিছু সেরা ফুটবলার। তাদের মধ্যে আছেন জাভি ও ইনিযেস্তার মতো খেলোয়াড়ও।’

টানা ৪ বার ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জিতে নিজেকে সবার চেয়ে আলাদা করেছেন মেসি। কিন্তু পেলের মতে, জিদান সেরা। এজন্য ৯৮’র বিশ্বকাপ জয়ী জিদানকে পেছনে ফেলতে হবে মেসিকে।’

মেসি ও জিদানের প্রসঙ্গ ছাড়া ২০১৪ সালে ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপের আগে উরুগুয়েকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন পেলে। ১৯৫০ সালে প্রতিবেশি দেশটি ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জেতে। এবার একই স্থানে উরুগুয়ের বিপক্ষে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়ে প্রতিশোধ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সান্তোসের সাবেক ফুটবলার।

(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর